ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪ || ৭ পৌষ ১৪৩১
good-food
১৩৭১

সাংবাদিক ফারুক কাজীর ইন্তেকাল 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১৮ ৩ জুলাই ২০২০  

দেশের আইন, বিচার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক ফারুক কাজী  আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। 

শুক্রবার সকাল ৮টায় রাজধানীর অ্যালিফ্যান্ট রোডস্থ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা  তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 
কর্মজীবনে এ প্রবীণ সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থা, ইউএনবি, অবজারভারসহ বেশ কিছু সংবাদ প্রতিষ্ঠানে সাংবাদিকতা করেছেন। তিনি দিল্লীর প্রেস মিনিস্টার ছিলেন। 

পরিবার থেকে জানানো হয়, ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করেন। তার মেয়ে আরশি জানান, কয়েকদিন আগে ওনার শরীরে ব্যথা হওয়ার কারণে টেস্ট করানো হয়। বৃহস্পতিবার পাওয়া রিপোর্টে তার কিডনি সমস্যা পাওয়া যায়। তবে চিকিৎসা দেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

 তবে ফারুক কাজী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না বলে আরশি নিশ্চিত করেছেন তিনি।

সিটিজেন জার্নালিজম বিভাগের পাঠকপ্রিয় খবর